বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

সিসিটিভি ক্যামেরার প্রয়োজোনীয়তা ও বিভিন্ন ধরনের ক্যামেরার মূল্য ও প্যাকেজ | Bangladesh Automation Solution

সিসিটিভি ক্যামেরার প্রয়োজোনীয়তা বিভিন্ন ধরনের ক্যামেরার মূল্য ও প্যাকেজ

CCTV Camera Price in Bangladesh

আপনি বা আপনার প্রতিষ্ঠান কি নিরাপদ?
অপরাধী সনাক্ত করতে সি.সি ক্যামেরা স্থাপণ সহ -খুন-ছিনতাই, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ তদন্তে প্রযুক্তির ওপর মানুষের নির্ভরতা ক্রমেই বাড়ছে। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়িসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার কাজে ব্যবহৃত হচ্ছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। তাই এখনই (সিসি) ক্যামেরা লাগান নিরাপদে থাকুন ও নিরাপদ রাখুন আপনার সম্পদকে।

CCTV Camera Price in Bangladesh

আপনি কি আপনার বাসা-বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে CCTV ক্যামেরা লাগানোর কথা ভাবছেন? বিশ্বের নামকরা সিসি ক্যামেরা ব্রান্ড Dahua ক্রয় করে নিশ্চিত থাকুন বছরের পর বছর। বাজারের নিম্নমানের সস্তা প্রোডাক্টের পিছনে না ছুটে মানসম্মত প্রোডাক্ট ক্রয় করুন। আমরা আপনাকে দিচ্ছি ১ বছরের Replacement ওয়ারেন্টিসহ সম্পূর্ণ 100% HD সিসি ক্যামেরা।

IP Camera Price in Bangladesh

আমাদের রয়েছে সিসিটিভি ক্যামেরা বিষয়ে বিশেষভাবে পারদর্শী অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম। ঢাকা শহর তথা বাংলাদেশের স্বনামধন্য ব্যাবসা প্রতিষ্ঠান, অফিস, ফ্যাক্টরি, গোডাউন, মার্কেট, হাসপাতাল, এন.জি.ও, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসা-বাড়ী, এপার্টমেন্ট, দোকান ইত্যাদি সহ শতাধিক প্রতিষ্ঠানে গত প্রায় আধা যুগের বেশী সময় ধরে আমরা সফলতার সাথে সিসিটিভি ক্যামেরা বিষয়ক সার্ভিস প্রদান করে আসছি।

Best CCTV Camera in Bangladesh
চোখ রাখুন আপনার বাসা বা অফিসে। পৃথিবীর যেখানেই থাকুন না কেন, এখন স্মার্টফোন থেকেই নজর রাখুন আপনার প্রাইভেট জোন, কর্মস্থল অথবা বাসায়। হাতের স্মার্ট ফোন / ট্যাব / ল্যাপটপ থেকেই আপনি দেখতে পারবেন আপনার প্রাইভেট জোন, কর্মস্থল।

Bangladesh Automation Solution আপনাকে দিচ্ছে খুব অল্প খরচে CCTV Camera + DVR + LED Monitor এবং সকল উপাদানসমূহের। যেখানেই যাবেন, থাকুন নিশ্চিন্তে। আজই সেটআপ করুন Home Security Systems, Bangladesh. যেখানেই থাকুন চোখ রাখুন নিজের বাড়িতে। অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা একটি সময় উপযোগী, সহজ এবং প্রযুক্তি নির্ভর সমাধান। বাংলাদেশ অটোমেশন সল্যুশন Bangladesh Automation Solution একসঙ্গে দিচ্ছে-সিসিটিভি ক্যামেরা বিক্রয়, ইনস্টলেশন, সার্ভিস ও রিপেয়ারসহ রক্ষণাবেক্ষণের বিভিন্ন সেবা।
CCTV Camera in Bangladesh
এ সম্পর্কিত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন 01640-737339 এই নম্বরে।

প্যাকেজ ছাড়াও কোটেশন ভিত্তিতে কিংবা কাস্টমারের রিকুয়েরমেন্ট অনুযায়ী সার্ভিস ও প্রোডাক্ট সেল করা হয়।

ধন্যবাদ!


Bangladesh Automation Solution
Address: 19/1, Tajmahal Road, Block- C
Mohammadpur, Dhaka-1207. Bangladesh

Mobile: 01640737339,



Get best quality & cheap price IP Cameras, CCTV Cameras, High Resolution CC Cameras and monitor your home or office remotely for security & surveillance.

Contact : CCTV Camera Price in Bangladesh

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত খুঁটিনাটি যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিন

সিসি ক্যামেরা কিনবেন? গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিন: সিসিটিভি ক্যামেরা কেনার বিষয়টি ব্যয়বহুল ব্যাপার। তাই কেনার আগে ভালোভাবে চিন্তা ...