শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

বেড়াতে যাচ্ছেন? কিন্তু ঘরে থাকবে কে? জেনে নিন:

Home Security Alarm Systems in Bangladesh

বেড়াতে যাচ্ছেন? কিন্তু ঘরে থাকবে কে? জেনে নিন :

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

Top Security Systems Company for Night Vision HD Full HD CCTV Camera, Bullet Camera, Dome Camera, PTZ Camera, WiFi Camera in Dhaka, Bangladesh

Top Security Systems Company for Night Vision HD Full HD CCTV Camera, Bullet Camera,
Dome Camera, PTZ Camera, WiFi Camera in Dhaka, Bangladesh


Welcome to the world of Security Automation Surveillance Systems compliance support organization named Bangladesh Automation Solution, the best CCTV Security Automation Surveillance Systems supplier & services providing company in Bangladesh.


We design and provide advice, undertake the installation, train operatives and ensure CCTV security camera systems are operational through scheduled maintenance for both manned and unmanned systems across a variety of different sized businesses in a range of sectors to allow our customers to reduce crime and increase security in and around their premises.


Our professionally designed CCTV security camera systems are installed to current standards set are maintained by our team of engineers. Effective CCTV security camera systems will not only provide round the clock security within and around your business premises, it will also allow you to reduce your man guarding costs, provide lone worker protection and fire prevention. The CCTV security camera systems that we design and install can monitor external and internal areas, enhancing your provision of a safe environment for your staff and customers.


We can also install the latest IP video surveillance management solutions with megapixel cameras for any application. These high resolution cameras can help you manage various locations in your premises including production lines and loading bays as well as identifying potential threats before they can cause harm and disruption.


Our CCTV security camera systems can be designed to suit most situations and sites, using a variety of static, pan, tilt, zoom or low light security cameras. Camera footage can be recorded and monitored locally or via a desktop computer.

CCTV Camera | IP Camera | Night Vision Camera | HD/Full HD Camera

Bangladesh Automation Solution, the best safety & security automation systems importer, supplier & services providing company in Bangladesh is a CCTV security camera system installer, with a proven track record of installing tamper-proof systems for commercial, industrial and public sector organisations, providing and installing a wide range of analogue and IP, high performance CCTV security camera system equipment at competitive prices.



Oder Your Products Now :


19/1, Tajmahal Road, Mohammadpur,
Dhaka- 1207 | Bangladesh |

Phone : 01640-737339,
Email : aamasum@gmail.com,

HOTLINE : 01640-737339


রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

ডিজিটাল মার্কেটিং কি? কেন এত অপরিহার্য- জেনে নিন

ডিজিটাল মার্কেটিং কি? কেন এত অপরিহার্য

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং কে বলা যায় একটি কোম্পানি, কোম্পানির পণ্য বা সেবার প্রচার ও প্রসারের জন্য অন্যতম প্রধান হাতিয়ার। এর প্রধান কারণ – যুগের চাহিদা। বর্তমান জুগ ডিজিটাল যুগ। আপনি এখন যে পৃথিবীতে বাস করছেন তার সর্বত্র ছড়িয়ে আছে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া। সাধারন মানুষ, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন এর কাছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সোশ্যাল মিডিয়া, অনলাইন কমিউনিকেশন ও শেয়ারিং ইত্যাদির জনপ্রিয়তা দ্রুত গতিতে বাড়ছে। তাই বর্তমান যুগে আপনি যদি অল্প পরিশ্রমে খুব সহজে আপনার পণ্যের প্রচার ও মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতেই হবে। আর ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালানো মানেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে গড়ে উঠেছে বেশ কিছু ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আরও বিস্তারিত জানুন এই সম্পর্কেঃ Digital Marketing Agency in Bangladesh
আজকের এই পোষ্ট থেকে আমরা জেনে নেব ডিজিটাল মার্কেটিং এর আদ্যোপান্ত। এবং সেই সাথে আপনি কীভাবে ডিজিটাল মার্কেটিং কে পেশা হিসেবে নিতে পারেন তা নিয়ে আলোচনা করবো। প্রথমেই আসুন দেখে নেই ডিজিটাল মার্কেটিং এর বিভাগ বা প্রধান কার্যাবলি কি কিঃ

ডিজিটাল মার্কেটিং বিভাগ সমূহঃ



একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি কে অনেক ধরণের কাজের সাথে সম্পৃক্ত থাকতে হয়। তার মধ্যে মূল যে কাজগুলো রয়েছে, তা হলোঃ
  • ওয়েব এবং অ্যাপ ডিজাইন
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • কনটেন্ট মার্কেটিং
  • ভিডিও প্রোডাকশন এন্ড মার্কেটিং
  • পেইড এডভার্টাইজিং ক্যাম্পেইন
  • ই-মেইল এবং এসএমএস মার্কেটিং
  • ওয়েব এনালিটিক্স

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)


ডিজিটাল মার্কেটিং এর এর একটা বড় অংশ জুড়ে রিয়েছে এসইও। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) মূলত আপনার ওয়েবসাইটটিকে গুগল, ইয়াহু বিং বা অন্য কোন সার্চ ইঞ্জিন এর সার্চ ফলাফলের মধ্যে টপ পজিশনে নিয়ে আসবে। আমারা সাধারণত সার্চ করার পর গুগলে প্রথম সারির যে ফলাফল গুলো আসে তাতেই ক্লিক করি। খুব কম মানুষ আছে যারা প্রয়জনিয় বিষয় খুঁজে বের করার জন্য গুগলের পরবর্তী পেইজগুলোতে যায়। তাই আজকের প্রতিযোগিতার বাজারে পণ্যের মার্কেটিংয়ের ক্ষেত্রে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। এসইওর মাধ্যমে আপনার প্রতিস্থান, সারভিস বা পণ্যকে গুগল সার্চের সবচাইতে উপরে নিয়ে আসতে পারবেন। এর ফলে আপনার পণ্যের বিক্রিও বৃদ্ধি পাবে কারন বর্তমানে মানুষ কোন পণ্য কেনার আগে গুগল থেকে সার্চ দিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। গুগল তার তথ্য গুলো নিয়মিত আপডেট করে। মনে রাখবেন, এটার অধিকাংশ খরচ কার্যকর মার্কেটিং কৌশলের উপর ভিত্তি করে যা আপনার ব্যবসার জৈব ট্রাফিক নিয়ে আসবেন। তবে আনাড়ি হাতে এসইও করতে গেলে অনেক সময় প্রবলেম হতে পারে। তাই আপনারা একজন এক্সপার্ট এর সাহায্য নিলে ভালো করবেন। আমার এই পোষ্ট থেকে সাহায্য পাবেনঃ SEO service provider company in Bangladesh 


সোশ্যাল মিডিয়া মার্কেটিং

আপনার ব্যবসায়িক পণ্যের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া থেকে ভালো প্লেস আর একটাও নাই। আপনি যদি একটি এ্যাক্টিভ কমিউনিটি তৈরি করতে পারেন আপনার আশে পাশে তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনার ব্যপক প্রচার প্রচারনা হওয়া সম্ভব। আপনাকে এমনভাবে একটি কমিউনটি তৈরি করতে হবে যেখানে সকল মেম্বার এ্যাক্টিভ থাকবে। ফেসবুকে কমিউনিটি তৈরি করার জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এই জন্য গ্রুপ কিংবা পেজ তৈরি করতে পারেন। এমনি করে টুইটার, গুগল প্লাস কিংবা লিংকেডিনে কমিউনিটি তৈরি করুন। আপনার টার্গেটকৃত ক্রেতাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন আলোচনাতে অংশগ্রহন করতে পারেন। কাউকে ইমেইল পাঠানোর ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার পেজ কিংবা গ্রুপের লিংকগুলো সিগনেচার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার নিজের ওয়েবসাইটে কিংবা কোন ব্লগে পোস্ট দেয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার লাইক বাটন যুক্ত করতে পারেন জাতে ব্লগের ট্রাফিককে আপনি সোশ্যাল মিডিয়াতেও খুঁজে পান। কিছু টুলস ব্যবহার করতে পারেন যা আপনার সময়কে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভাল ফলাফল বের করতে সাহায্য করবে। নিয়মিত পোস্ট দিতে হবে। সেটা একটা রুটিন অনুযায়ী করলে ভাল হয়ে। যেমন, ৩ দিন পর, ১ সপ্তাহ পর। তাহলে নিয়মিত ভিজিটর আসবে নতুন কিছু পাবার আশায়। তবে নিজে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে ভালো ফলাফল না পেলে আপনি কোন এক্সপার্ট এর হেল্প নিতে পারেন। এ ব্যাপারে সাহায্যের জন্য দেখুনঃ Social media marketing in Bangladesh


কনটেন্ট মার্কেটিং


অনলাইনে আপনার কনটেন্ট, যেকোন পোস্ট কিংবা ফোরাম ডিসকাশনে যাতে আপনার টার্গেটেড কিওয়ার্ডের উপস্থিতি থাকে যাতে খুব সহজে আপনার টার্গেটেড পাঠক আপনাকে খুঁজে পেতে পারেন। প্রত্যেকদিন নির্দিষ্ট সময় পর পর মাল্টিমিডিয়া কন্টেন্ট গুলোকে আপডেট করা উচিৎ। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্ট করা ক্ষেত্রে অটোমেটিক প্রক্রিয়া ব্যবহার করা উচিৎ। আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনার বিষয়বস্তু কাস্টমাইজ করতে হবে। উদাহরণস্বরূপ, মোবাইল ফোনের জন্য বিষয়বস্তু সহজ এবং সংক্ষিপ্ত হতে হবে। মনে রাখবেন, একটি কার্যকর কৌশল আপনার পাঠকদের জন্য তৈরি করবেন এবং তারা আপনার কাছ থেকে আরো তথ্য জানতে আগ্রহী হবে। একটি ভাল কন্টেন্ট ভাগ করা এবং আপনার ব্যবসা ব্র্যান্ডিং জন্য সবচেয়ে ভাল উপায়। আরও জানুনঃ এই পোষ্টটি দেখুনঃ Content marketing in Bangladesh 

ভিডিও প্রোডাকশন এন্ড মার্কেটিং


বলা হয়ে থাকে যে মার্কেটিং এর ক্ষেত্রে শব্দ থেকে ছবি বেশি মূল্যবান। কিন্তু আমরা বলি ছবি থেকে বেশি ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেকোনো পণ্য বা সেবার প্রচারের জন্য ভিডিও মার্কেটিং এর সাহায্যে অতি দ্রুত গ্রাহকের নজর আকর্ষণ করা সম্ভব। অনেকেই ভাবেন ভিডিও ব্যবহার করে কোনো পণ্য বিপণন করাকেই সাধারণত বলা হয় ভিডিও মার্কেটিং। কিন্তু বাস্তবিক অর্থে এর আওতা অত্যন্ত ব্যপক। বাংলাদেশে বর্তমানে ভিডিও মার্কেটিং এর ফিল্ডে প্রতিযোগীতা তুলনামূলকভাবে বেড়েই চলেছে। এই অবস্থায় ভালো করার জন্য আপনার অবশ্যই একজন এক্সপার্ট এর সাহায্য প্রয়োজন। সেরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি- রেডমেরুন রয়েছে আপনার পাশে। আমরা আপনার জন্য ভিডিও মার্কেটিং এর সেরা আউটকাম নিশ্চিত করতে সক্ষম। ভিডিও মার্কেটিং করে সেরা ফলাফল পাওয়ার জন্য যোগাযোগ করুনঃ Video Marketing Agency in Bangladesh


ক্রিয়েটিভ মার্কেটিং ক্যাম্পেইন


পেইড এডভার্টাইজিং ক্যাম্পেইন এর অনেক ধরন রয়েছে। সোশ্যাল মিডিয়াতে পেইড এড প্রদান, সার্চ ইঞ্জিনে এড প্রদান থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটে নানান ফরম্যাটে এড দেওয়ার প্রক্রিয়া পেইড এডভার্টাইজিং এর আওতাও পরে। সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM এটি ব্যাপক মার্কেটিং কৌশল যা প্রাথমিকভাবে দেওয়া প্রচেষ্টার মাধ্যমে আপনার ব্যবসা ট্রাফিক ড্রাইভ হয়। তাকে আমরা Paid সার্চ মার্কেটিং বলে থাকি। আপনার ব্যবসার গঠনশৈলীর উপর ভিত্তি করে সাধারনত এ ধরনের মার্কেটিং করা হয়। এক্ষেত্রে কোন PPC (পে-পার-ক্লিক করুন) অথবা সিপিসি (খরচ প্রতি ক্লিকে) মডেল বা সিপিএম (খরচ প্রতি হাজার ইমপ্রেশন) মডেল নির্বাচন করতে পারবেন। এসইএম সাধারনত বিভিন্ন প্ল্যাটফর্মের হয়ে থাকে। যেমন-গুগুলের AdWords এবং বিং বিজ্ঞপ্তি (গুগল নেটওয়ার্কে), ইয়াহু বিং নেটওয়ার্ক সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়াও এসইএম বিজ্ঞাপন অনুসন্ধান, মোবাইল মার্কেটিং, পুনঃবাজারজাতকরণের এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। SEM বর্তমান অনলাইন মার্কেটিং এর সব চেয়ে সাশ্রয়ী অনলাইন মার্কেটিং যা কিনা আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াতে পারে

সাধারন অনলাইন মার্কেটিং অনেকটা আবার আপনার SEM ডিজিটাল মার্কেটিং এর একটি উপসেট মার্কেটিং ব্যবস্থা। সম্ভাব্য শ্রোতাদের লক্ষ্য করে ডিসপ্লে বিজ্ঞাপন ফরম্যাটের বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন- এটি টেক্সট, ইমেজ, ব্যানার, সমৃদ্ধ মিডিয়া, ইন্টারেক্টিভ বা ভিডিও বিজ্ঞাপন হতে পারে। আপনার আগ্রহ, বিষয়বস্তু বিষয় বা ক্রয় চক্রের গ্রাহকের অবস্থানের উপর ভিত্তি করে আপনার বার্তা কাস্টমাইজ করতে পারেন। তবে মনে রাখবেন, ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন তুলনামূলকভাবে ব্যয়বহুল। আপনি আপনার ব্যবসার জন্য ভাল ROI চালনা করলে বিশেষজ্ঞদের মতামতের প্রয়োজন হতে পারে। আমি আপনাদের একজন বিশেষজ্ঞের কাছে যাওয়ার জন্য রিকমেন্ট করতে পারিঃ Creative marketing campaign in Bangladesh


ইমেইল, এসএমএস মার্কেটিং


একটা সময় পর্যন্ত ইমেইল মার্কেটিং ছিল সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষ একাধিক মেইল আইডি খোলার ফলে, ইমেইল মার্কেটিং এর কার্যকারিতা কিছুটা কমেছে। এর জনপ্রিয়তা কিছুটা কমে গেছে।  তারপরও কম খরচে যেকোনো মেসেজ খুব সহজে ক্রেতার নিকট পৌঁছানো যায় বলে ইমেইল মার্কেটিং এর গুরুত্ব বজায় রয়েছে। এর পাশাপাশি বর্তমান সময়ে এসএমএস মার্কেটিংও ব্যপক জনপ্রিয় হয়ে উঠেছে। যখন আমি আমার বার্তা গ্রাহকদের কাছে ইমেইলের মাধ্যমে পোঁছাবো তখন তাকে আমরা ইমেইল মার্কেটিং বলব। একটি কার্যকর ইমেইল মার্কেটিং সফটওয়্যার দিয়ে আপনার ই-মেইল লিস্ট গ্রাহকদের পছন্দ এবং অপছন্দ এবং খরচ অভ্যাস সহ বিভিন্ন কারণের উপর ভিত্তি করে আলাদা করে বজায় রাখতে পারেন। ইমেইল মার্কেটিং হচ্ছে একটি অনলাইন মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার পন্যের এবং সেবার প্রচার করতে করতে পারবেন এবং আপনার সাইটের প্রচার করতে পারবেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান এই পদ্ধতির মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করছে। ইমেইল মার্কেটিং হল আপনার ক্রেতাদের কাছে আপনার পণ্যের তথ্য পৌছানোর সবচাইতে কাযকরী পদ্ধতি। ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার যা ভাবতে হবে- বিভিন্ন দেশের বিভিন্ন বয়সের কিংবা বিভিন্ন ক্যাটাগরির মানুষের মেইল এড্রেস জোগাড় করুন, যে পণ্যের মার্কেটিং করতে চান, সেটি নিয়ে ভালভাবে গবেষণা করুন, অন্য কোম্পানীর একই পণ্যকে নিয়ে ও তাদের মার্কেটিং কৌশল নিয়ে গবেষণা করুন, সবচাইতে সহজভাবে আপনার পণ্যের গুণ বর্ণনা করুন আপনার মেইলে। ইমেইল মার্কেটিং এর জন্য প্রয়োজন একটি ওয়েবসাইট, মার্কেটিং টুলস এবং পন্য বা সেবা। ইমেইল মার্কেটিং এর মাধ্যমে মুহূর্তেই আপনি আপনার পণ্য এবং সেবা কে হাজার হাজার গ্রাহকের কাছে তুলে ধরতে পরবেন এবং এতে করে আপনার পন্যটি জনপ্রিয় হতে থাকবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে আপনার পণ্য অধিক পরিমানে বিক্রি হতে থাকবে । তাই ইমেইল মার্কেটিং  এ সেরা প্রযুক্তির ব্যবহার দরকার। আমরা আপনাকে দিতে পারি সেরা প্রযুক্তির সন্ধান।

ওয়েব এবং অ্যাপ ডিজাইন


ডিজিটাল মার্কেটিং করার আগে আপনাকে অবশ্যই ডিজিটাল জগতে প্রবেশ করতে হবে। রেডমেরুন বাংলাদেশের একটি সেরা ওয়েবসাইট ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন, ই-কমার্স সলিউশন, ওয়েব ডোমেইন-হোস্টিং ইত্যাদি সার্ভিস প্রদান করা হয়। রেডমেরুন এর ওয়েব ডিজাইন এবং ডেভলপাররা পিএইচপি, পিএইচপি ফ্রেমওয়ার্ক, সিএমএস জুমলা, ওয়ার্ডপ্রেস, ই-কমার্স ইত্যাদিতে ইন্ড্রাস্ট্রির সেরা। এখানে ডেভেলপাররা সব সময় চেষ্টা করে সবার থেকে ভিন্ন কিছু কাজ করতে যা সকলকে আকৃষ্ট করে এবং সব দিক থেকে ইউনিক হয়। আপনার কোম্পানির বা ব্যক্তিগত ওয়েবসাইট তৈরির ব্যাপারে নিশ্চিন্তে তাদের উপর ভরসা করতে পারেন। ওরা আপনাকে সেরা সাপোর্ট  ও সার্ভিস প্রদানে বদ্ধ পরিকর। রেডমেরুন এর সাথে যোগাযোগ করুনঃ 

ওয়েব এনালিটিক্স


বাংলাদেশে এমন অনেকেই আছে যারা ডিজিটাল মার্কেটিং পেশায় জড়িত, কিন্তু ওয়েব এনালিটিক্স সম্পর্কে ভালো জ্ঞান নেই। অথচ ওয়েব এনালিটিক্স এ দক্ষতা আপনার জন্য খুলে দিতে পারে অসীম সম্ভাবনার দুয়ার। বিশেষ করে গুগল এনালিটিক্স এর কথা আলাদা করে বলতে হয়। আপনার ওয়েবসাইটটি যদি গুগল এনালিটিক্স এর সাথে ইন্ট্রিগেট করে নিতে পারেন তাহলে আপনার সাইটে কারা ভিজিট করছে, কখন ভিজিট করছেন, কতক্ষন থাকছে, কোন পেইজ গুলা বেশি ভিজিট করছে তা আপনি একদম লাইভ দেখতে পারবেন। ফলে কোন বিষয়গুলোতে আপনার ভিজিটরদের আগ্রহ বেশি আর কোন বিষয়গুলো আগ্রহ সৃষ্টি করতে পারছে না তা সম্পর্কে আইডিয়া পাবেন এবং সংশোধন ব্যবস্থা নিয়ে সামনে ভিজিটর আরও বাড়াতে পারবেন।
আপনার ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ওয়েব Analytics। মূলত, ওয়েব এনালিটিক্স সংগ্রহ করা, পরিমাপ, বুঝতে, বিশ্লেষণ, পরিকল্পনা, রিপোর্ট করা এবং আপনার ব্যবসার জন্য ওয়েব কার্যক্রম ভবিষ্যদ্বাণী করতে আপনাকে সাহায্য করবে। ওয়েব এনালিটিক্স ওয়েব পরিসংখ্যান সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। কিছু গুরুত্বপূর্ণ ওয়েব এনালিটিক্স হচ্ছে গুগল এনালিটিক্স, স্প্রিং মেট্রিক্স, অপেরা, প্রিন্ট। এটা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেক বিজ্ঞাপনদাতা তার ব্যবসা বুঝতে ওয়েব এনালিটিক্স ব্যবহার করা হয়।


ডিজিটাল মার্কেটিং যতটা সহজ বলে অনেকেই মনে করেন, ততটা সহজ আসলে নয়! ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেরা ফলাফল পাওয়ার জন্য একজন এক্সপার্ট বা একটা ভালো এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে বেশ কিছু ডিজিটাল মার্কেটিং এজেন্সি বর্তমানে কাজ করা শুরু করেছে। সামনে আরও কিছু এজেন্সি আসার সম্ভাবনা রয়েছে। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যেকোনো ডিজিটাল মার্কেটিং রিলেটেড হেল্প পাওয়ার জন্য। ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলো কি ধরণের সার্ভিস দেয় তা জানার জন্য দেখুনঃ Digital Marketing Agency in Bangladesh.
আশাকরি পোষ্টটি আপনাদের উপরকার করতে পেরেছে।

Contact : 01919030679
bangladeshdigitalmarketingsolutions.blogspot.com

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

ফেসবুকে এই ৮টি তথ্য দিলে তাড়াতাড়ি মুছে ফেলুন

Facebook Security Tips

এই ৮টি তথ্য – ফেসবুক ব্যবহারে অসচেতনতার কারণে মানুষ নিজের অজান্তেই নিজেকে অনিরাপদ করে তুলছে। লোকেশন ট্যাগ সহ নিজের ও পরিবারের সদস্যদের ছবি পোস্ট করার মাধ্যমে ব্যক্তিগত তথ্যাদি অপরাধীদের কাছে সহজলভ্য করে দিচ্ছে।
এ কারণে কিছু বিষয় ফেসবুকে শেয়ার না করার পরামর্শ দিয়েছে পুলিশ। এভাবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এড়ানো সম্ভব বলে তারা আশা করছেন।

ফেসবুকে যে ৮টি বিষয় শেয়ার না করার পরামর্শ দেয়া হয়েছে:
১. জন্ম তারিখ অনেকেই নিজের জন্ম তারিখ ফেসবুকে উন্মুক্ত করে রাখেন। এটি আপনার জন্য অনিরাপদ। কারণ তথ্য প্রযুক্তির যুগে জন্ম তারিখ থেকেই অনেক তথ্য সংগ্রহ করেন হ্যাকারা। অথবা যেকোনো শত্রু এই বিশেষ দিনে টার্গেট করে আপনার ওপর হামলা চালাতে পারে। তাই ফেসবুকে জন্মতারিখ উন্মুক্ত রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

২. শিশু কোথায় পড়াশুনা করে গত কয়েক বছরের যৌন ও শিশু বিষয়ক অপরাধগুলো গবেষণা করে ইংল্যান্ডের শিশু বিষয়ক সংস্থা এনএসপিসিসি জানান, অধিকাংশ অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অসচেতন ছিলেন এজন্য অনাকাঙ্খিত ঘটনাগুলো ঘটেছে। অথচ অনেক অভিভাবক শিশুদের নিয়ে অবেগাপ্লুত হয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেইসঙ্গে স্ট্যাটাসে জানিয়ে দেন, তার শিশু কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এটি শিশুর জন্য নিরাপদ নয়। এতে শিশু অপহরণের ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।

৩. শিশুর ছবি অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, ‘শিশুদের নিয়ে যেকোনো তথ্য পাবলিকের কাছে শেয়ার করার বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। যদিও অনেকেই শিশুদের ছবি ফেসবুকে শেয়ার করেন। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। দেখা গেল, শত্রুরা আপানার শিশুকে চিনে রাখলো। এরপর সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করলো।’

৪. বর্তমান অবস্থান যেখানে সেখানে সেলফি তুলে লোকেশন ট্যাগ করে দেওয়াটা অনিরাপদ। এর মাধ্যমে যে কেউ আপনার সবশেষ অবস্থান জানতে পারে। ফলে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। দেখা গেল, আপনার অবস্থান জেনেই শত্রুপক্ষ আপনার ওপর হামলা করলো।

৫. কখন এবং কোথায় যাচ্ছি দেখা যায়, আমরা কখন, কোথায় যাচ্ছি কিংবা ভ্রমণে বের হচ্ছি সে বিষয়টি ফেসবুকে জানিয়ে দিই। যা মোটেও নিরাপদ নয়। এই বিষয়গুলো জেনে আপনার প্রতিপক্ষ ক্ষতি করতে পারে। হয়তো শত্রুপক্ষ আপনার এমন তথ্য পাওয়ার অপেক্ষায় ছিলো। সেটি জেনে আপনার ওপর হামলা করতে পারে। ফেসবুকে এসব বিষয়ের জানান দেওয়া নিজের নিরাপত্তার জন্য হুমকি।

৬. নির্দিষ্ট স্থান ট্যাগ করা অনেক সময় ফেসবুকে নিজের অবস্থানের নির্দিষ্ট স্থান ট্যাগ করে দেন অনেকেই। ওই সময় আপনার প্রোফাইল যে ভিজিট করবে, সে জানতে পারবে এখন আপনি কোথায় আছেন। সেটি বাসায় কিংবা অফিসে হোক। দেখা গেল, এভাবে কেউ আপনার বাসা ও অফিসের ঠিকানা সংগ্রহ করে রাখলো। পরবর্তীতে সুযোগ বুঝে আপনার ক্ষতি করলো। আর এ জন্য ফেসবুকে লোকেশন ট্যাগ করা মোটেও নিরাপদ নয়।

৭. ফোন বা মোবাইল নম্বর অনেকেই মোবাইল কিংবা ফোন নাম্বার ফেসবুকে উন্মুক্ত করে রাখেন। যা সম্পূর্ণভাবে অনিরাপদ। দেখা গেলো, শত্রুপক্ষ আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে এবং সুযোগ বুঝে কাজ করে। পাশাপাশি যে কেউ আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে, সময়ে অসময়ে কল দিয়ে বিরক্ত করার সুযোগ পায়। মোবাইল বা ফোন নম্বর ব্যক্তিগত গোপনীয় জিনিস। পরিচিত ব্যক্তিদের ছাড়া কাউকে ফোন কিংবা মোবাইল নম্বর দেওয়া নিরাপদ নয়।

৮. ক্রেডিট কার্ডের তথ্য ক্রেডিট কার্ড হচ্ছে গোপন ও স্পর্শকাতর বিষয়। ক্রেডিট কার্ডের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠান কিংবা ওয়েবসাইট বুঝেই দিতে হবে। যাতে আপনার দেওয়া তথ্য তাদের কাছে সুরক্ষিত থাকে। আর দেরি নয়। সচেতন হবার এখনই সময়।

For more, Click HERE for detail 

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

সিসি ক্যামেরা কেনার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিন:

CCTV Camera Price in Bangladesh
CCTV Camera Price in Bangladesh

সিসিটিভি ক্যামেরা কিনবেন?? আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিন:



সিসিটিভি ক্যামেরা কেনার বিষয়টি ব্যয়বহুল ব্যাপার। তাই কেনার আগে ভালোভাবে চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষন করা উচিত। সিসিটিভি ক্যামেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্যামেরা, এরপরই ডিভিয়ার। ক্যামেরা গুরুত্বপূর্ন কারন এটি সিস্টেমের চোখ হিসেবে কাজ করে। দামী বা বড় সিসিটিভি ক্যামেরা কিনলেই যে ভালো হবে এমন কোনও কথা নেই।

প্রথমে আপনার প্রয়োজন বা চাহিদা শনাক্ত করতে হবে। প্রয়োজনগুলো শনাক্ত করতে পারলে এর সাথে মিলিয়ে ক্যামেরা কেনাটা খুব সহজ হয়ে যায়। চাহিদা জানা থাকলে ক্রেতা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং ভালো ক্যামেরাটিও যথাযথভাবে কিনতে পারে। তাই প্রথমেই আপনাকে সিসিটিভি ক্যামেরা সম্পর্কে যথেষ্ট পরিমাণ তথ্য জানতে হবে।
CC Camera Price in Bangladesh
CCTV Surveillance Systems

সিসিটিভি ক্যামেরা কিভাবে কাজ করে

বাসার নিরাপত্তার জন্য ব্যবহৃত বেশিরভাগ সিসিটিভি বা ক্লোজড্‌ সার্কিট টিভি ক্যামেরাগুলো হচ্ছে সলিড-স্টেট ইলেক্ট্রনিক ডিভাইস যা একটি সেন্ট্রাল রেকর্ডারের সাথে সংযুক্ত থাকে। কাজেই একটি নির্দিষ্ট অবস্থানে এটি সম্প্রচার করে এবং একারনেই একে ক্লোজড্‌ সার্কিট ক্যামেরা বলা হয়। ক্যামেরার মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে লেন্স, সেন্সর এবং ডিএসপি বা ডিজিটাল সিগনাল প্রসেসর। লেন্সের কাজ হচ্ছে লাইটের উপর ফোকাস করা যা সেন্সর ইমেজ হিসেবে ধারন করে এবং সেন্সর থেকে তা ডিএসপিতে স্থানান্তরিত হয়। ডিএসপি একে টিভি সিগনাল হিসেবে রূপান্তরিত করে। এরপর তার দ্বারা বা বেতারের সাহায্যে সিগনালটি সেন্ট্রাল লোকেশনে সংরক্ষণ বা পরিদর্শনের জন্য প্রেরিত হয়।
IP Camera Price in Bangladesh
CC Camera | IP Camera | WiFi Camera Price in Bangladesh
সিসিটিভি ক্যামেরা কেনার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করতে হবে
কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা সিসিটিভি ক্যামেরা কেনার সময় বিবেচনা করতে হয়। এক বা একাধিক হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে যা না জানলেই নয়।
সঠিক লেন্স নির্বাচন করা– লেন্সের কাজ হচ্ছে সেন্সরের জন্য আলো সংগ্রহ করা। ব্যবহারকারী যা কিছু দেখে বা ডিভিআর এ যা কিছু রেকর্ড হয় সবই লেন্স মারফত হয়। কতটুকু দূরত্বে একটি গাড়ির নাম্বার প্লেট পরা যাবে ও কারও চেহারা চেনা যাবে যা লেন্স নির্ণয় করে কারন লেন্স ফোকাস নিয়ন্ত্রণ করে। অনেক ক্ষেত্রে হায়ার আউটপুট রেজোলিউশানের চেয়ে লেন্স বেশি কার্যকরী কারন আউটপুট সবসময় ইনপুট দ্বারা সীমাবদ্ধ এবং লেন্স হচ্ছে ইনপুট সিস্টেম। তাছাড়া বাজারে জুম লেন্সও পাওয়া যায়। কিছু কিছু সিসিটিভি ক্যামেরাতে ডিজিটাল জুম এবং বাকিগুলোতে অপটিক্যাল জুম আছে যা লেন্স দ্বারা নিয়ন্ত্রিত। ক্রেতার যথাসম্ভব অপটিক্যাল জুমকে ডিজিটাল জুমের উপর গুরুত্ব দেয়া উচিত। ডিজিটাল জুমের সমস্যা হচ্ছে এটি মূল ইমেজের সাথে কোনও তত্ত্ব যোগ করতে পারেনা। অপটিক্যাল জুম মূল ইমেজের সাথে নতুন তত্ত্ব যোগ করতে পারে কারন লাইট সেন্সরে পৌঁছানোর সাথে সাথে ইমেজ পরিবর্তিত হয়।
সঠিক সেন্সর নির্বাচন করা– সব ধরনের ডিজিটাল সেন্সর এক রকম হয়না। সিসিটিভি ক্যামেরার সেন্সরের স্পেসিফিকেশন যাচাইয়ের ক্ষেত্রে ২টি জিনিস বিবেচনা করতে হয়, তা হল সেন্সর টাইপ ও সেন্সর সাইজ। বেশিভাগ সেন্সর হয় সিএমওএস নয় সিসিডি। সিএমওএসের কর্মক্ষমতা ও সংবেদনশীলতা দুটোই সিসিডি থেকে অপেক্ষাকৃত কম। যার ফলে এটি পরিষ্কার ইমেজ ধারন করতে পারেনা। তাই পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে সিএমওএস ব্যবহার করা উচিত নয়। তবে সিএমওএসের সুবিধা হচ্ছে এর মূল্য সিসিডি থেকে কম। পরিষ্কার ইমেজ ধারনের জন্য সিএমওএস ভিত্তিক সেন্সরের অনেক বেশি সিগনাল
প্রসেস করতে হয়। সেন্সরের সাইজ যত বড় হয় ততবেশি লাইট প্রসেস ও উন্নতমানের ইমেজ ধারন করতে পারে। বেশিভাগ সেন্সরের সাইজ ১/৪ ইঞ্চি বা ১/৩ ইঞ্চি হয়ে থাকে। ১/৪ ইঞ্চি দ্বারা ৩.২ বাই ২.৪৪ এমএম এবং ১/৩ ইঞ্চি দ্বারা ৪.৮ বাই ৩.৬ এমএম পরিমাপ করা যায়। বড় সেন্সর শুধু ব্যাপক লাইটই ধারন করেনা, ডিএসপিকে কাজ করার জন্য অতিরিক্ত তথ্য দেয় যা অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন বাজেট ক্যামেরাগুলোর জন্য সহায়ক।
সঠিক আউটপুট রেজোলিউশান নির্বাচন করা– সিসিটিভি ক্যামেরার একটি প্রচলিত স্পেসিফিকেশন হচ্ছে টিভি রেজোলিউশানের সমতল লাইনের সংখ্যা বা টিভিএল। এর রেঞ্জ ৭০০টিভিএল পর্যন্ত হয়ে থাকে। ৩৮০টিভিএল ও ৫৪০টিভিএলেরও বিভিন্ন ক্যামেরা পাওয়া যায়। বিশেষজ্ঞরা ৪২০টিভিএলকে সর্বনিম্ন হিসেবে ধরলেও সবক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আইটপুট নির্ভর করে ইনপুটের উপর। তাই লেন্স এবং সেন্সর যদি আউটপুট রেজোলিউশানের(ডিএসপি দ্বারা নির্ধারিত) সাথে ম্যাচ করতে না পারে তাহলে অতিরিক্ত রেজোলিউশানের পুরোটাই বৃথা যায়। তাই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যথেষ্ট পরিমাণ রেজোলিউশান থাকা যা দ্বারা ক্যামেরায় ধারণকৃত ইমেজ স্পষ্টভাবে প্রদর্শন করা যায়।
বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরা[
সব সিসিটিভি ক্যামেরার সাইজ ও গঠন এক রকম নয়। প্রয়োজনের উপর ভিত্তি করে ক্যামেরাও বিভিন্ন রকম হয়ে থাকে। নিম্নে ৩ ধরনের ব্যাসিক ক্যামেরার উদাহরণ দেওয়া হল
বুলেট ক্যামেরা– এই ছোট নলাকার ক্যামেরাগুলো সাধারণত এমন পারিপার্শ্বিক অবস্থায় ব্যবহৃত হয় যেখানে বিচক্ষণতা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য একে নিরাপত্তামূলক ডোমে স্থায়ীভাবে ইন্সটলের প্রয়োজন নেই। দোকান ও সেবামূলক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য এটি উপযুক্ত।
ডোম ক্যামেরা- নজরদারির জন্য ডোম ক্যামেরা অসাধারণ। এটি শুধু নৈমিত্তিক ক্ষতি থেকেই ক্যামেরাকে রক্ষা করেনা বরং অতিমাত্রায় নিরাপত্তা প্রদান করে। কারন ক্যামেরাটি কোন দিকে পয়েন্ট করে থাকে তা বোঝা প্রায় অসম্ভব।
আইআর ডে/নাইট ক্যামেরা– লাইটিং এর অবস্থা যাই থাকুক না কেন, এই ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা আউটডোর কভারেজ দিয়ে থাকে। এগুলো দিনের বেলা একটি নির্দিষ্ট কালার ইমেজ দিয়ে থাকে এবং রাতে ইনফ্রারেড ভিউ এর জন্য সাদাকালোতে রূপান্তরিত হয়।
ব্যবহারকারীর উদ্দেশ্য ও চাহিদার উপর নির্ভর করে সে কোন ধরনের ক্যামেরা ব্যবহার করবে। চাহিদাগুলো নির্ণয় করতে পারলে ক্যামেরা নির্বাচন করা খুবই সহজ।
সঠিক সিসিটিভি ক্যামেরা নির্বাচন করুন
সঠিক ক্যামেরাটি ক্রয়ের ক্ষেত্রে প্রথমেই যা বিবেচনা করতে হবে তা হলো লেন্স। লেন্স ব্যবহারকারীকে স্পষ্ট ইমেজ প্রদান করে। দ্বিতীয়টি হচ্ছে সেন্সর। ক্রেতার ১/৩ ইঞ্চি সিসিডি সেন্সর ক্রয় করা উচিত কারন এটি প্রসেসিং এর জন্য অধিকাংশ তথ্য ডিএসপিতে প্রদান করে। শেষ ফিচারটি হচ্ছে ক্যামেরা আউটপুট রেজোলিউশান। এর উপযোগিতা প্রথম ২টি ফিচারের উপর নির্ভর করে। হার্ডওয়্যারের সামর্থ্য নির্ণয়ের পর দ্বিতীয় পর্যায়ে ক্রেতাকে নির্ধারণ করতে হবে কোন ক্যামেরাটি তার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিস্তৃত আউটডোর এরিয়া কভার করার জন্য যেমন বাড়িওয়ালা তার সম্পত্তি রক্ষার জন্য ডে/নাইট ক্যামেরা ব্যবহার করতে পারে। স্টাফদের মনিটর করার জন্য বুলেট ক্যামেরা এবং দোকান বা ব্যবসার জন্য ডোম ক্যামেরা ভালো।
সিসিটিভি ক্যামেরার দাম কেমনঃ
ক্যামেরা কোয়ালিটি,প্রোভাইডার ও আনুষঙ্গিক আরো অনেক সমীকরণ মিলিয়ে একটি ভালো সিসিটিভি ক্যামেরার দাম নির্ধারিত হয়। আপনি এখনি কয়েকটা সিসিটিভি ক্যামেরা প্রোভাইডার দের ওয়েবসাইট এ গিয়ে নিজেই এর দাম সম্পর্কে অনুধাবন করতে পারবেন। গুগলে Best CCTV Camera in Bangladesh লিখে সার্চ করুন আর ১০-১২ টা ওয়েবসাইট ঘেটে দেখুন।

CC TV Camera Price in Bangladesh
IP Camera Price in Bangladesh

সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত খুঁটিনাটি যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিন

সিসি ক্যামেরা কিনবেন? গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিন: সিসিটিভি ক্যামেরা কেনার বিষয়টি ব্যয়বহুল ব্যাপার। তাই কেনার আগে ভালোভাবে চিন্তা ...